Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaআইকনিক টাওয়ার ১৪২ তলা নির্মাণের পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রী

আইকনিক টাওয়ার ১৪২ তলা নির্মাণের পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রী

আইকনিক টাওয়ার ১৪২ তলা নির্মাণের পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রী |রাজধানীর পূর্বাচলে ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পদ্মা বহুমুখী সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণসহ ঢাকার পূর্বাচলে আধুনিক ও নান্দনিক স্থাপত্য শৈলীসম্পন্ন ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে একথা জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের জন্য সমন্বিত অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাদারীপুর মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলায় এর নির্মাণ কাজ শুরু হয়েছে।উল্লেখ্য ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments