Sunday, December 10, 2023
HomeDivision of BangladeshDhakaআইসিটি প্রতিমন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে

আইসিটি প্রতিমন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে

আইসিটি প্রতিমন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে | তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। সে অনুযায়ী দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে মারাত্মক সংকটের মধ্যে পড়তে হবে। এ জন্য চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষতা ও যোগ্যতা অর্জনের আহ্বান জানান তিনি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ঢাকা জেলার প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচিত ৩১৮ ফ্রিল্যান্সারের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।আইসিটি প্রতিমন্ত্রী বলেন, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চালিকা শক্তি হবেন আইটি ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা। প্রশিক্ষণ ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্য তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়ে কাজ করতে এ সময় ফ্রিল্যান্সাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেন, দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে আইটি ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারলে তাঁরা শত শত কোটি ডলার আয় করতে পারবেন।আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিজুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবীর প্রমুখ।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments