Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshChittagongআগুনে দগ্ধ চট্টগ্রামে ফিশিং বোটে

আগুনে দগ্ধ চট্টগ্রামে ফিশিং বোটে

আগুনে দগ্ধ চট্টগ্রামে ফিশিং বোটে |বঙ্গোপসাগরের উপকূলের তীরবর্তী এলাকায় একটি ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে উপকুলের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন রাতে আগুনের খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি৮ ঘটনা স্থলে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের শিকার ফিশিং বোট সাগরে তলীয় গেছে। এরই মধ্যে বয়া দিয়ে ঘটনাস্থল মার্কিং করা হয়েছে। যাতে অন্য জাহাজের চলাচলের অসুবিধা না হয়। দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।সদরঘাট নৌ পুলিশের ওসি আকরাম উল্লাহ বলেন ওই ফিশিং বোটে পাঁচ জন ছিল। আগুনের সূত্রপাতের পর তিন জন সাগরে লাফ দেয়। দুই জন অগ্নিদগ্ধ হয়। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত বোটটির নাম ও মালিকের নাম জানা যায়নি।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments