আজীবন টিকে থাকবে ৫০ বছরে সোলস | ১৯৭৩ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা ব্যান্ড সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে। যার শুরুটা হয়েছে লোগো উন্মোচনের মাধ্যমে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশান ক্লাবে লোগো উন্মোচন করা হয়। এতে ব্যান্ডের বর্তমান সদস্যরা ছাড়াও শুরুর দিককার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ছবিতে দেখে নেওয়া যাক আজকের দিনে সোলস ব্যান্ডের সদস্যদের চট্টগ্রামের ব্যান্ড সোলস নিজেদের দরিয়ার কূলের মানুষ হিসেবে মনে করছে। তাই
ব্যান্ডের লোগোতেও সাগরের নীল জলরাশিকে প্রাধান্য দিয়েছে। তেমনি তেজোদীপ্ত ব্যাপারটি বোঝাতে রক্তাক্ত লাল রং ও ব্যবহার করেছে সোলসের ৫০ বছর পূর্তিতে লোগো উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন সাবেক সদস্য ও রেনেসাঁর বর্তমান সদস্য পিলু খান। তিনি বলেন সোলসের সঙ্গে থাকতে পেরে ধন্য মনে করছি। সোলসের সাফল্য দেখে অন্য সবার মতো আমারও ভালো লাগে। একটা ব্যান্ডকে টিকিয়ে রাখার জন্য একজন কমপ্লিট মিউজিশিয়ান লিডার দরকার। আজ ব্যান্ডের সবাই ভাগ্যবান যে পার্থর মতো একজন লিডার পেয়েছে। আমিও কৃতজ্ঞতা জানাই সোলসকে ধরে রেখেছে। সোলস আজীবন টিকে থাকবে।