Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshChittagongআধুনিকায়ন ও আর্থিক দীনতা দূর করতে হবে শিক্ষা খাতকে

আধুনিকায়ন ও আর্থিক দীনতা দূর করতে হবে শিক্ষা খাতকে

আধুনিকায়ন ও আর্থিক দীনতা দূর করতে হবে শিক্ষা খাতকে | জাতিকে উন্নত করতে পারলে প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। তার জন্য শিক্ষা খাত আধুনিকায়ন ও আর্থিক যে দীনতা রয়েছে তা থেকে মুক্তি দিতে হবে। গতানুগতিক শিক্ষার বাইরে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে সেভাবে সকল সুবিধা দিতে হবে।

মঙ্গলবার নগরের থিয়েটার হলে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে আয়োজিত ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ  শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। জেএসইউএসর পরিচালক সাঈদুল আরেফীনের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন আনোয়ার পাশা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফুল ইসলাম।সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকরা কাজ করছেন।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments