Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaআবারও বাড়লো বিদ্যুতের দাম , ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর

আবারও বাড়লো বিদ্যুতের দাম , ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর

আবারও বাড়লো বিদ্যুতের দাম , ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর | মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুসারে, গ্রাহক পর্যায়ে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।গত ১২ জানুয়ারি দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছিল। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

সেসময় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। এই মূল্য নির্বাহী আদেশে কার্যকর হবে। গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের বিদ্যুতের মূল্য জানিয়ে দেয়া হবে যে- সমন্বিত মূল্য বাড়ছে নাকি কমছে।সেই ধারাতে ফেব্রুয়ারিতে নতুন দাম ঘোষণা ও কার্যকর করা হচ্ছে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments