আবার নিরব ও স্পর্শিয়া প্রথমটি মুক্তির আগেই | চলচ্চিত্রের পর্দায় জুটি হয়ে আসছেন নিরব ও স্পর্শিয়া। এরই মধ্যে ‘ফিরে দেখা’ নামের সেই ছবির প্রচারণাও শুরু হয়েছে। প্রথম ছবি মুক্তির আগে নতুন আরেক ছবিতে চুক্তির খবর দিলেন এই জুটি। জানালেন, ‘সুস্বাগতম’ নামের এই ছবিতে গত সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা।১৬ জুন প্রথমবার নিবরের সঙ্গে আবারও জুটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘নিরবের সঙ্গে এর আগে যে কাজটি করেছি, ভালোই হয়েছে। আমাদের দুজনের একটা কাজের অভিজ্ঞতাও চমৎকার।
তাই নতুন কাজে আমাদের বোঝাপড়া আরেকটু সহজ হবে। তা ছাড়া ছবির প্রযোজক ও পরিচালক আবারও একসঙ্গে আমাদের কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন। সুস্বাগতম’ ছবিটা প্রেমের হলেও একজন মেয়ের বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় ছবির গল্প। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। ছবিটিতে দুই সময়ের দুটি চরিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন।ছবিতে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। ২৫ বছর আগে রহিমনের সঙ্গে হাসানের প্রেম থেকে বিয়ে হয়। সেই ঘরেই করিমনের জন্ম হয়। পরবর্তী সময়ে বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে। শুরুতে যুবক, গল্পের শেষে
বয়স্ক—এক ছবিতে দুটি চরিত্রে নতুন অভিজ্ঞতা হবে বলে জানালেন নিরব। তিনি বলেন, ‘আগে কখনো দুই বয়সের চরিত্রে কাজ করিনি। পুরোদমে শুটিং শুরুর আগে তাই বয়স্ক চরিত্র নিয়ে অনুশীলনের ব্যাপার আছে।’পরিচালক শফিকুল আলম জানিয়েছেন, আগামী জুলাই মাসে ঢাকা ও রাজবাড়ীর লোকেশনে শুটিং শুরু হবে ‘সুস্বাগতম’ ছবিরস্পর্শিয়া বলেন, ‘২৫ বছর আগের রহিমন আর ২৫ বছর পরের রহিমনের মেয়ে করিমন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। মজার ব্যাপার, দুই সময়েরই যুবতী চরিত্রে দেখা যাবে আমাকে। ২৫ বছর আগের চরিত্রটি, অর্থাৎ বৃদ্ধ রহিমনকে আর গল্পের শেষে দেখানো হয় না। সুতরাং মা-মেয়ের চেহারার কোনো পরিবর্তন থাকে না। এর ফলে দুটি চরিত্রে কাজ করা অনেকটাই সহজ হবে।’