Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaআরও দুইদিন অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহ

আরও দুইদিন অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহ

আরও দুইদিন অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহ | শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩৭ মিলিমিটার।দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও অন্তত দুইদিন অব্যাহত থাকতে পারে। এরপর বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আজ শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এ অবস্থায় রবিবার ৪ জুন সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এদিকে রাজশাহী নওগাঁ নীলফামারী ও দিনাজপুর জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার চাঁদপুর ও নোয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে

মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১০ কিলোমিটার।আগামী দুইদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা এবং বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পুনঃ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments