Monday, December 4, 2023
Homeসরকারঈদে ছুটি বাড়ছে না, কর্মস্থলেই থাকতে হবে

ঈদে ছুটি বাড়ছে না, কর্মস্থলেই থাকতে হবে

পবিত্র ঈদুল আজহার ছুটি বাড়ছে না। ছুটি আগের মতো তিন দিনই থাকছে। আর ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

আজ সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে বিটিভির উপস্থিতিতে এক সংবাদ সম্মেলেন এই তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঈদের সময় তিন দিনের ছুটি বর্ধিত হবে না। আর যাঁর যেখানে কর্মস্থল, সেখানে থাকতে হবে।

গতকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মন্ত্রীসভার ভার্চুয়াল বৈঠক। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা মন্ত্রীপরিষদ বিভাগ থেকে যুক্ত হন।

বৈঠকে ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রীসভা।

এ ছাড়া সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপের অংশ হিসেবে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এটি হবে খুলনায়।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, এর মাধ্যমে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা, গবেষণা, সেবার মান ও সুযোগ-সুবিধার সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে। চিকিৎসা শিক্ষায় উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ ও গবেষক তৈরি করার লক্ষ্যে স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান সংরক্ষণ ও উন্নয়নই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূখ্য উদ্দেশ্য। এর মাধ্যমে খুলনা বিভাগে উন্নত চিকিৎসা সেবা সম্প্রসারিত হবে। রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই আইনের খসড়া প্রণীত হয়েছে।

amaderdinkal.com
amaderdinkal.comhttps://amaderdinkal.com
ডেস্ক রিপোর্ট
RELATED ARTICLES

Most Popular

Recent Comments