এই অভিনেতা ১৬০ কোটি টাকা পারিশ্রমিক নেন |কয়েক দিন আগেই গুঞ্জন রটে নতুন সিনেমার জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন দক্ষিণি অভিনেতা থালাপতি বিজয়। বর্তমানে দক্ষিণের বক্স অফিসের আয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা সিনেমার পারিশ্রমিক সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন বিজয়। এত জনপ্রিয় একজন অভিনেতা ২০০ কোটি রুপি পারিশ্রমিক চাইতেই পারেন। তবে এটি হলে হবে নতুন রেকর্ড। কারণ ভারতে ২০০ কোটি রুপি পারিশ্রমিক পাওয়ার নজির নেই। এ কারণেই বিজয়ের পারিশ্রমিকের অঙ্ক নিয়ে এত আলোচনা। কিন্তু সত্যিই কি এত বেশি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা ইন্ডিয়া টুডে অবলম্বনে সেটা জেনে নেওয়া যাক।বিজয়ের পরবর্তী সিনেমা ভেঙ্কট প্রভুর পরিচালিত ‘থালাপতি ৬৮। শোনা যাচ্ছিল বিগ বাজেটের এই সিনেমার জন্য বড় অঙ্কের এ অর্থ নিচ্ছেন তিনি। কিন্তু এ বিষয়ে সিনেমাসংশ্লিষ্ট কেউ এর সত্যতা নিশ্চিত করেননি।সূত্রটি ইন্ডিয়া টুডেকে বলে বিজয় দক্ষিণের সুপারস্টার।
জনপ্রিয়তার জন্য দক্ষিণে তাঁর পারিশ্রমিক অন্য সবার চেয়ে বেশি। প্রতি সিনেমার জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১২০ কোটি রুপি। বছরের শুরুতে মুক্তি পেয়েছিল বিজয় অভিনীত সিনেমা ভারিসু। এই সিনেমার সাফল্যের পর বিজয় তাঁর পারিশ্রমিক বাড়িয়ে করেন ১২৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা।প্রযোজকেরা বিজয়কে এত বড় অঙ্কের পারিশ্রমিক কেন দেবেনএ প্রসঙ্গে এই সূত্র জানায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর চাহিদা দর্শকের কাছে বিজয়ের গ্রহণযোগ্যতা বক্স অফিসে তাঁর সিনেমার আয় সিনেমার ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্বের ক্ষেত্রে তাঁর সিনেমার মূল্যএসব বিষয় বিবেচনা করে প্রযোজকেরা তাঁকে এত মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত। গল্প যেমনই হোক না কেন, বিজয় সিনেমার সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন। তাই প্রযোজকেরাও ঝুঁকি নেন।এখন আসন্ন চলচ্চিত্র লিও নিয়ে ব্যস্ত রয়েছেন বিজয়। গ্যাংস্টার থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন লোকেশ কঙ্গরাজ। সর্বশেষ বিজয়কে দেখা গেছে ভারিসু সিনেমায়। বক্স অফিসে সিনেমাটি আয় করেছে প্রায় ৩০০ কোটি রুপি।