এবার সব ধরনের খেলাই হবে মমতা বিজেপিকে নিশানা |২০২১ সালের মার্চ এপ্রিল মাসজুড়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনী প্রচারণায় খেলা হবে স্লোগানই হয়ে উঠছিল ক্ষমতাসীন দল তণমূল কংগ্রেসের প্রধান হাতিয়ার। প্রচারণায় বের হয়ে মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বাম পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অবস্থায় প্রচারণায় দেখা দিয়েছিল মমতাকে।
সেসময় তাকে বলতে শোনা যায় ভাঙা পায়েই খেলা হবে।এরপর ওই বছরের মে মাসে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল। কার্যত সেই সময় থেকেই তৃণমূলের সব পর্যায়ের নেতানেত্রী কর্মীসমর্থকদের মুখেই এই খেলা হবে স্লোগান শোনা যেত। বিরোধী দল বিজেপির কিছু নেতাদের মুখেও পাল্টা খেলা হবে স্লোগান দিতে দেখা গিয়েছিল। এই স্লোগান এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রতিবছর ১৬ আগস্ট রাজ্যে খেলা দিবসের ঘোষণা দেন মমতা।