Sunday, September 24, 2023
Homeঅপরাধখুলনায় দুজনকে গুলি করে হত্যা

খুলনায় দুজনকে গুলি করে হত্যা

খুলনা মহানগরের খান-জাহান আলী থানার মশিয়ালী এলাকায় গুলিতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও সাতজন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজন হলেন, মশিয়ালী এলাকার মো. নজরুল শেখ (৬০) ও মো. রসুল শেখ (৩০)। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক-ভাবে পাঁচজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, একই এলাকার সাইফুল, শামীম, রবি, সুজন ও রানা।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জাফরিন, জাকারিয়া ও মিল্টন নামের তিনজন এলাকাবাসীর ওপর গুলি চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই নজরুল ও রসুল নামের দুজন মারা যান। অন্যদের গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জাফরিন ও জাকারিয়া নামের দুই ভাই গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

amaderdinkal.com
amaderdinkal.comhttps://amaderdinkal.com
ডেস্ক রিপোর্ট
RELATED ARTICLES

Most Popular

Recent Comments