চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা বাসের লকারে যুবক আটক |লালমনিরহাট সদর উপজেলায় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের লকার তল্লাশির সময় চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ওই বাসে তল্লাশির সময় টাকাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মমিনুল ইসলাম ২৭ একজনকে আটক করেছে পুলিশ।মমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুরের কিশামত তবকপুর গ্রামের বাসিন্দা।টাকা জব্দের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।
চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা বাসের লকারে যুবক আটক
RELATED ARTICLES