Sunday, December 10, 2023
HomeDivision of Bangladeshছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার নারীর সাহসিকতায়

ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার নারীর সাহসিকতায়

ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার নারীর সাহসিকতায় |মেয়ের বই পাল্টাতে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে এসেছিলেন এক নারী। শহর থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় এক অটোরিকশায় ওঠেন। এরপর বুঝতে পারেন ছিনতাইকারীর কবলে পড়েছেন। তখন ওই নারী অটোরিকশার চালককে লাথি মেরে ফেলে দেন। আর ছিনতাইকারী দলের এক নারী সদস্যকে জাপটে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহররে কাছারি মসজিদের সামনে উপজেলা ভূমি কার্যালয়ের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে। ওই সাহসী নারীর নাম রোখসানা বেগম (২৭)। তিনি নান্দাইল উপজেলার ঘোষপালা গ্রামের বাসিন্দা।থানায় গিয়ে রোখসানার সঙ্গে কথা বলে জানা যায় তাঁর মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। গতকাল রোববার শহরের একটি বইয়ের দোকান থেকে মেয়ের জন্য দুটি বই কিনেছিলেন। সোমবার একটি বই পাল্টানোর জন্য আবার শহরে আসেন। বই পাল্টে বাড়ি ফিরছিলেন। তখন সাজেদা নামের এক নারী তাঁকে নানা কথা জিজ্ঞেস করে শহরের কাছারি মসজিদের সামনের সড়কে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সাজেদা তাঁকে আগে থেকে অপেক্ষমাণ একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন।

কিছুক্ষণ পর অটোরিকশায় সামিলা আক্তার নামের নারীকে তোলা হয়। এ সময় একজন পুরুষ অটোরিকশার পাশে এসে পর্দা নামিয়ে দেন। পরে সাজেদা ও লোকটি তাঁদের (রোখসানা ও সামিলার) হাত চেপে ধরেন। এরপর সাজেদা তাঁর কানে থাকা সোনার দুল ও গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেন। অন্যদিকে পুরুষ সদস্যটি সামিলা আক্তারের কানের দুল খোলার চেষ্টা করছিলেন। তখন তিনি (রোখসানা) অটোরিকশার চালককে লাথি মেরে আসন থেকে নিচে ফেলে দিয়ে সাজেদাকে চেপে ধরে চিৎকার দিতে থাকেন।তাঁর চিৎকারে চারপাশ থেকে লোকজন ছুটে আসেন। লোকজন আসতে দেখে চালকসহ ছিনতাইকারী দলের দুই পুরুষ সদস্য অটোরিকশা রেখে পালিয়ে যান। উত্তেজিত জনতা অটোরিকশার সামনের কাচ ভেঙে ফেলেন ও সাজেদাকে চড়থাপ্পড় মারতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে সাজেদা ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান মুঠোফোনে বলেন ছিনতাইকারী দলের অন্য সদস্যদের পরিচয় জানার জন্য সাজেদাকে প্রশ্ন করা হচ্ছে। সাজেদা তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছেন। পুলিশ এ বিষয়ে খোঁজখবর করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তাঁর চিৎকারে চারপাশ থেকে লোকজন ছুটে আসেন। লোকজন আসতে দেখে চালকসহ ছিনতাইকারী দলের দুই পুরুষ সদস্য অটোরিকশা রেখে পালিয়ে যান। উত্তেজিত জনতা অটোরিকশার সামনের কাচ ভেঙে ফেলেন ও সাজেদাকে চড়থাপ্পড় মারতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে সাজেদা ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান মুঠোফোনে বলেন ছিনতাইকারী দলের অন্য সদস্যদের পরিচয় জানার জন্য সাজেদাকে প্রশ্ন করা হচ্ছে। সাজেদা তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছেন। পুলিশ এ বিষয়ে খোঁজখবর করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments