Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshDhakaট্রেনে কাটা পড়ে মৃত্যু কানে হেডফোন লাগিয়ে পার হতে গিয়ে

ট্রেনে কাটা পড়ে মৃত্যু কানে হেডফোন লাগিয়ে পার হতে গিয়ে

ট্রেনে কাটা পড়ে মৃত্যু কানে হেডফোন লাগিয়ে পার হতে গিয়ে |কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইসাইকেল নিয়ে রেলক্রসিং পারাপারের সময় ঠাকুরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে রুহুল আমিন নামে এক যুবকেরর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ভাতারমারি ইক্ষু ফার্মের রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ঘিডোব গ্রামে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার আমিনুল ইমলাম।তিনি জানান দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ও শিবগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি খনগাঁও ইউনিয়নের ভাতারমারি ইক্ষু ফার্মের অরক্ষিত রেল ক্রসিংয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছে । ওই যুবক কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইসাইকেল নিয়ে রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়। ওই রেল ক্রসিংয়ে নির্ধারিত কোন গেটম্যান ছিল না।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments