Friday, September 29, 2023
HomeDivision of Bangladeshডায়রিয়ার প্রকোপ যশোরে প্রচণ্ড গরম

ডায়রিয়ার প্রকোপ যশোরে প্রচণ্ড গরম

ডায়রিয়ার প্রকোপ যশোরে প্রচণ্ড গরম |যশোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রায় অর্ধশত ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এছাড়া প্রায় দ্বিগুণ পরিমাণ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রচণ্ড গরমে পানিবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষ। হাসপাতালে রোগীদের উপচে পড়া চাপ থাকলেও একটি বড় অংশ হাসপাতালে না এসে পল্লী চিকিৎসক ও স্থানীয় ডাক্তারদের পরামর্শে চিকিৎসা গ্রহণ করেছেন।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখা গেছে হাসপাতালের ডায়ারিয়া ওয়ার্ডে ৪৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর আগে সোমবার ৫০ জন এবং রোববার ৫২ জন রোগী ভর্তি হয়েছিলেন। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত শয্যা সংখ্যা পাঁচটি। শয্যা না পেয়ে করিডোর ও মেঝেতে চলছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments