তরুণীকে গণধর্ষণ প্রেমিকের নেতৃত্বে যশোরে তিনজন আটক |যশোরে প্রেমিক ও তার বন্ধুরা মিলে এক তরুণীকে ১৯ গণধর্ষণ করেছে বলে ভুক্তভোগী মেয়েটি অভিযোগ করেছেন। এ ঘটনায় চারজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণের মামলা করেছেন তিনি। এ মামলায় শুক্রবার সকালে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।তারা হলেন যশোর সদরের জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও তরুণীর প্রেমিক মোহাম্মদ সাকিব ২০ একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু ৪০ ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত ১৯। পলাতক রয়েছেন জগহাটি গ্রামের আনিসুর রহমানের ছেলে আজিমুল ২৭।
