নারী উদ্যোক্তা তৈরির কারিগর ছিলেন রোকিয়া আফজাল রহমান স্মরণসভা | স্বাধীন দেশে ১৯৮০ সালে তিনি হিমাগার স্থাপন করে কৃষি ব্যবসা শুরু করেন রোকিয়া আফজাল রহমান |রোকিয়া আফজাল রহমান ছিলেন গত শতকের ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক। তিনি ছিলেন নারী উদ্যোক্তা তৈরির অন্যতম কারিগর। বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের স্মরণসভায় বক্তারা এভাবে তাঁর মূল্যায়ন করেন। পরে তিনি অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীদের মর্যাদা বৃদ্ধি এবং নারী নির্যাতন বন্ধের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন।রোকিয়া আফজাল রহমানের বোন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরস বিএফডব্লিউই সহসভাপতি খাদিজা আফজাল বলেন তাঁর বোন পরিবারের প্রত্যেকের প্রয়োজনের সময়ে পাশে থাকতেন। বোনের কারণে তিনিও উদ্যোক্তার জীবন পেয়েছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের স্মরণসভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারেসভায় রোকিয়া আফজাল রহমানের সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর বড় মেয়ে ইরাম মরিয়ম। মা একটি পূর্ণ জীবনযাপন করেছেন উল্লেখ করে তিনি বলেন মায়ের জগৎ ছিল পরিবার স্বজন ও কর্মস্থলের মানুষদের নিয়ে। নারী উদ্যোক্তাদের তিনি বলতেন আমার মেয়েরা।আর্থিক প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস মাইডাস ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এমএফএল আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এ স্মরণসভার আয়োজন করে। গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকিয়া আফজাল রহমান মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি আর্থিক প্রতিষ্ঠান এমএফএলের চেয়ারপারসন ও মাইডাসের পরিচালক ছিলেন।