নেইমার গেইল কোর্তোয়ারা মোনাকোতে |মোনাকোতে তারার মেলা ফর্মুলা ওয়ানের মোনাকো গ্রাঁ প্রিঁতে রেড বুল গ্যারেজের সামনে স্পাইডারম্যান টম হল্যান্ড ও ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। এখানে রেড বুল দলের সঙ্গে ছবি তুললেও মোনাকোতে কাকে সমর্থন করছেন, এমন প্রশ্নের জবাবে হল্যান্ড বলেছেন সব সময়ই লুইস হ্যামিল্টন। আর রেড বুল পান করতে করতে এফওয়ান দেখছেন এমন জানিয়ে নেইমার ইঙ্গিত দিয়েছেন তাঁর সমর্থন কার দিকে। শেষ পর্যন্ত মোনাকো গ্রাঁ প্রিঁ জিতেছেন পোল পজিশনে থাকা রেড বুলের ম্যাক্স ভারস্টাপেনই ছয়ে রেস শুরু করা হ্যামিল্টন হয়েছেন চতুর্থ।গতবারের মতো এবারও ফ্রেঞ্চ লিগ আঁ এর চ্যাম্পিয়ন পিএসজি।
নেইমার গেইল কোর্তোয়ারা মোনাকোতে
RELATED ARTICLES