পানি পাচ্ছি না বিল দিয়েও এ ভোগান্তির শেষ কোথায় |চট্টগ্রাম নগরের গোসাইলডাঙ্গার বাসিন্দা মোহাম্মদ শফিক। গতকাল সোমবার নগরের দামপাড়ায় ওয়াসার প্রধান কার্যালয়ে পানি নিয়ে অভিযোগ জানাতে এসে ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন তিনি।শফিক বলেন তিনি প্রতি মাসেই ওয়াসাকে ৬০০ থেকে ৬৫০ টাকার বিল লাইন চার্জ পরিশোধ করছেন। কিন্তু মার্চ থেকে কোনো পানি পাচ্ছেন না। ঈদের পরপর ওয়াসায় এসে এক কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছিলেন। ওই সময় আশ্বাস মিললেও তাঁর বাসায় পানি পৌঁছায়নি।প্রতি মাসে বিল লাইন চার্জ দিয়েও পানি পাচ্ছি না। রমজান মাস থেকেই এ কষ্ট পাচ্ছি। চরম ভোগান্তিতে আছি। এর শেষ কোথায়
পানি পাচ্ছি না বিল দিয়েও এ ভোগান্তির শেষ কোথায়
RELATED ARTICLES