Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaপ্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা বোমা নিষ্ক্রিয় করবে যুক্তরাষ্ট্র থেকে আনা রোবট

প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা বোমা নিষ্ক্রিয় করবে যুক্তরাষ্ট্র থেকে আনা রোবট

প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা বোমা নিষ্ক্রিয় করবে যুক্তরাষ্ট্র থেকে আনা রোবট |আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঝুঁকি নিয়ে আর বোমা নিষ্ক্রিয় করতে হবে না। রোবটের সাহায্যে বোমা নিষ্ক্রিয় করা যাবে। এ জন্য রোবট নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। রোবট চালানোর জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।আজ রোববার চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের বোমা নিষ্ক্রিয়করণ দলের ৯ জন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫ সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে আনা রোবটযুক্তরাষ্ট্র থেকে সপ্তাহখানেক আগে দুটি বোমা নিষ্ক্রিয়কারী এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোসাল (ইওডি) রোবট এসেছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপকমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খান রোববার বলেন, আগে ঝুঁকি নিয়ে বোমা নিষ্ক্রিয় করতে হতো। এখন সেটা করবে রোবট। সন্দেহজনক স্থানে রোবট পাঠানো হলে প্রথমে সবকিছু স্ক্যান করবে। এতে বোঝা যাবে, বোমার ভেতর কী রয়েছে বা বোমা কতটা শক্তিশালী।মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, স্ক্যান করার পর রিমোটের সাহায্যে রোবটই বোমা নিষ্ক্রিয় করতে পারবে। শুধু বোমা নয়, ল্যান্ডমাইন থেকে শুরু করে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণ পর্যন্ত ঘটাতে পারবে এসব রোবট।প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে জানিয়ে লিয়াকত আলী খান বলেন, দুই সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ চলবে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments