Friday, September 29, 2023
HomeDivision of BangladeshChittagongপ্রাণ গেল ছয় মাসের শিশুর লিচুর বিচি গলায় আটকে

প্রাণ গেল ছয় মাসের শিশুর লিচুর বিচি গলায় আটকে

প্রাণ গেল ছয় মাসের শিশুর লিচুর বিচি গলায় আটকে |চট্টগ্রামের ফটিকছড়িতে লিচুর বিচি গলায় আটকে ছয় মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লেলাং ইউনিয়নে মো. আদিল সিকদার নামের ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মঙ্গলবার ৩০ মে সন্ধ্যায় শিশুটির নানার বাড়ি শাহনগর গ্রামের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। আদিল একই ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির মঈন উদ্দিন শিকদারের একমাত্র ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ। তিনি বলেন ঘরের সবাই নামাজ পড়ছিল। এ সময় শিশুটি একটি লিচুর বিচি কুড়িয়ে পেয়ে মুখে দেয়। এরপর সেটি গলায় আটকে যায়।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments