Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaবাজারে দাম চড়া কফি কাজুবাদামের বাজেটের আগে

বাজারে দাম চড়া কফি কাজুবাদামের বাজেটের আগে

বাজারে দাম চড়া কফি কাজুবাদামের বাজেটের আগে |বাজেট ঘোষণার আগেই বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। আমদানি করা বেশ কিছু খাদ্যপণ্যের দাম এরই মধ্যে বেড়ে গেছে। এসব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে আমদানি করা কফি কাজুবাদাম ইশবগুলের ভুসি বিভিন্ন ধরনের সস দুধের মতো পণ্য। প্রতিবছরই বাজেটের আগে বাজারে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

যেসব পণ্যের আমদানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যবসায়ীরা সেসব পণ্যের দাম আগেভাগেই বাড়িয়ে দিয়েছেন। বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষার জন্য আমদানি পণ্যের শুল্কায়নের নানা পরিবর্তন পরিমার্জন করা হয়ে থাকে। এ কারণে আগেভাগে বাজারে এর প্রভাব দেখা যায়।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments