Tuesday, October 3, 2023
HomeDivision of Bangladeshবিএসএফের ওপর হামলা মণিপুরে একজন নিহত

বিএসএফের ওপর হামলা মণিপুরে একজন নিহত

বিএসএফের ওপর হামলা মণিপুরে একজন নিহত | ভারতের মণিপুরে এবার নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর সরাসরি হামলা হলো। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অন্তত এক সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিএসএফের এক মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন।নিহত ওই বিএসএফ সদস্যের নাম রঞ্জিত যাদব। তাঁকে মণিপুরের কাকচিং জেলার সুগনু এলাকার সেরো গ্রামে একটি বিদ্যালয়ে মোতায়েন করা হয়েছিল। রঞ্জিত যাদব দ্বিতীয় বিএসএফ কর্মী যিনি মণিপুরে সহিংসতা দমন করতে গিয়ে নিহত হলেন।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন গতকাল সোমবার ভোর চারটার দিকে সন্দেহভাজন কুকি বিচ্ছিন্নতাবাদীরা সেরোর ওই বিদ্যালয়ে বিএসএফ কর্মীদের ওপর গুলি চালান। এ সময় রঞ্জিত যাদব আহত হন। পরে তাঁকে কাকচিংয়ের জিতান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments