Monday, December 4, 2023
HomeDivision of BangladeshDhakaবিদ্রূপের শিকার জাহ্নবী বালিশ নিয়ে বিমানবন্দরে হাজির হয়ে

বিদ্রূপের শিকার জাহ্নবী বালিশ নিয়ে বিমানবন্দরে হাজির হয়ে

বিদ্রূপের শিকার জাহ্নবী বালিশ নিয়ে বিমানবন্দরে হাজির হয়ে|জাহ্নবী যাই করেন তা নিয়েই বিতর্ক হয়। তাঁর পোশাক নিয়ে বিদ্রূপ হওয়া তো সাধারণ ঘটনা। এবার তিনি নেট দুনিয়ায় বিদ্রূপের শিকার হলেন বালিশ হাতে বিমানবন্দরে হাজির হওয়ায়। আজ পাপারাজ্জিদের ধারণ করা ভিডিওতে দেখা গেল বালিশ কোলে বিমানবন্দরে হাজির হয়েছেন জাহ্নবী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হলো নেট দুনিয়ায় বিদ্রূপের ঝড়। খবর পিংকভিলা।৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় নীল রঙের পাতলা পোশাক পরে সাত সকালে বিমানবন্দরে হাজির হয়েছেন এই অভিনেত্রী। সাদা রঙের বালিশ নিয়ে ভেতরে প্রবেশ করছেন তিনি।এ সময় তাঁর বালিশটির নিরাপত্তা স্ক্যান করা হয়। তবে জাহ্নবী কোথায় যাচ্ছেন সেটা জানা যায়নি। তবে বলিউড তারকাদের

বালিশ নিয়ে ভ্রমণ করা এটাই নতুন নয়। এর আগে আমির খানকে অনেকবার দেখা গেছে বালিশ নিয়ে ভ্রমণ করতে। নেটিজেনদের ধারণা জাহ্নবী কাপুর আমির খানের কাছ থেকে বালিশ নিয়ে ঘোরার প্রেরণা পেয়েছেন। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি।বালিশ নিয়ে ভক্তদের নানা রকম মন্তব্য। কেউ লিখেছেন বিমানের প্রথম শ্রেণিতে কোনো বালিশ নেই। এখন তারকাদের বালিশ নিয়ে যেতে হয় বালিশ নিয়ে যুদ্ধ এমন নামে হয়তো ভবিষ্যতে কোনো সিনেমা মুক্তি পাবে।’জাহ্নবী কাপুর বর্তমানে দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে ব্যস্ত। তেলেগু সিনেমায় তাঁর অভিষেক হতে যাচ্ছে। সঙ্গে থাকবেন এনটিআর জুনিয়র। সম্প্রতি সিনেমার নাম জানা গিয়েছে দেবারা। ছবিতে জাহ্নবী ছাড়া বলিউড থেকে আছেন সাইফ আলী খানও। এ ছাড়া উলঝ নামে আরেকটি সিনেমায়ও দেখা যাবে তাঁকে। এর আগে ২০১৯ সালে তাকে বালিশ হাতে একটি ছবিতে দেখা গিয়েছিল।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments