বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি |শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে দেশের শিক্ষা খাতে সংখ্যাগত দিক দিয়ে প্রসার ঘটেছে। দেশের বিপুলসংখ্যক তরুণকে শিক্ষার আওতায় নিয়ে আসতে সংখ্যাগত প্রসারের এ উদ্যোগ গ্রহণ অপরিবহার্য ছিল। কিন্তু শিক্ষার মানোন্নয়নই এখন সরকারের সবচেয়ে অগ্রাধিকারের বিষয়। এ জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো গড়ে তোলাসহ একাডেমিক ও অবকাঠামোগত মাস্টারপ্ল্যান প্রণয়ন, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, উদ্ভাবন ও গবেষণার পরিবেশ তৈরিসহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে তিনি সক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইউজিসি অডিটরিয়ামে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি গত বৃহস্পতিবার এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন ও গবেষণা কার্যক্রম উৎসাহিত করতে গবেষণা খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। শিক্ষা খাতের সার্বিক বাজেটও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। তিনি শিক্ষার বাজেট বৃদ্ধির চেয়ে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে অভিমত প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
উচ্চশিক্ষার মানোন্নয়নে সক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বিশ্বায়ন ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা বিস্তারের ওপর জোর দেন।
