Friday, September 29, 2023
HomeDivision of Bangladeshবুড়ো দের বিশ্বকাপে কারা খেলবেন

বুড়ো দের বিশ্বকাপে কারা খেলবেন

বুড়ো দের বিশ্বকাপে কারা খেলবেন |আগের প্রজন্মের ফুটবলপ্রেমীরা যাঁদের খেলা দেখে বড় হয়েছেন তাঁদের নিশ্চয়ই আবার মাঠে দেখতে ইচ্ছে করে সেই ইচ্ছে এ বছরেই পূরণ হতে পারে। সুযোগটা করে দিচ্ছেন সাবেক ফুটবলাররাই।ডিসেম্বরে অভিজাত শ্রেণির ফুটবলারদের নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ।সাবেক ফুটবলারদের সংগঠন এলিট প্লেয়ার্স গ্রুপ ইপিজি গত রাতে বার্সেলোনায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ইপিজি ওয়ার্ল্ড কাপ।ক্রিস্টিয়ান কারেম্বু এস্তেবান কাম্বিয়াসো মিচেল সালগাদোসহ বেশ কয়েকটি দলের স্বঘোষিত অধিনায়ক ও সংগঠনের সভাপতি মাতিয়াস সারাসোলা বুড়োদের বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেন। নতুন এ টুর্নামেন্ট ফুটবল বিশ্বে বিশেষ জায়গা দখল করবে বলে বিশ্বাস তাঁদের।অনুষ্ঠানে ইপিজির সভাপতি সারাসোলা বলেন এটি ভক্তদের জন্য উৎসাহ ও রোমাঞ্চে ভরা একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে।সাবেক ফুটবলাররা আবারও দেখাবেন প্রতিভা ও ফুটবল আসক্তির কোনো সীমা নেই। দর্শকেরা দেখবেন তাঁদের কৌশলের ঔজ্জ্বল্য এখনো ফুরিয়ে যায়নি এবং অভিজ্ঞতা তাঁদের কীভাবে খেলাটির সত্যিকারের কিংবদন্তি বানিয়েছে অবসরপ্রাপ্ত ফুটবলার হতে হবে। বয়স হতে

হবে ৩৫ বছরের বেশি। বিশ্বকাপে কমপক্ষে একটি ম্যাচ অথবা ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিনায়কদের ক্ষেত্রে একটি বিশ্বকাপ ম্যাচ অথবা ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার নিয়ম প্রযোজ্য নয়। এ ব্যাপারে সারাসোলা বলেছেন যাঁরা বিশ্ব ফুটবলে একটি স্থায়ী ছাপ রেখেছেন এবংযাঁদের প্রদর্শনী চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তাঁদের নিয়েই দল গুলো গঠন করা হবে।এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপ জয়ী ৮টি দেশ বুড়ো দের বিশ্বকাপে অংশ নেবে। দলগুলোকে নেতৃত্ব দেবেন এস্তেবান কাম্বিয়াসো আর্জেন্টিনা এমারসন ব্রাজিল মার্কো মাতেরাজ্জি ইতালি ক্রিস্টিয়ান কারেম্বু ফ্রান্স মিচেল সালগাদো স্পেন স্টিভ ম্যাকমানাম্যান ইংল্যান্ড দিয়েগো লুগানো উরুগুয়ে ও কেভিন কুরানি জার্মানি।স্বাভাবিক নিয়ম অনুযায়ী একেকটি দলে ১১ জন খেলোয়াড় থাকবেন। তবে ম্যাচ হবে ৭০ মিনিটের। দুই অর্ধের মাঝে ১৫ মিনিট বিরতি থাকবে।কোনো অতিরিক্ত সময়থাকবে না।নির্ধারিত ৭০ মিনিট পর দুই দল সমতায় থাকলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতেএকটি

দল সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ ৩টি ম্যাচ পাবে। সব ম্যাচ একটি ভেন্যুতেই হবে এবং মাঠ হবে জীবন্ত ঘাসের।দলগুলোর একাদশ গড়া এখনো শেষ হয়নি। তবে গত রাতের অনুষ্ঠানে অধিনায়কেরা বেশ কয়েকজন সতীর্থের নাম বলেছেন। তাঁদের ভাষ্যমতে সম্ভাব্য খেলোয়াড় হিসেবে থাকছেন কাকা কাফু ও রিভালদো ব্রাজিল পাবলো জাবালেতা ম্যাক্সি রদ্রিগেজ ও হাভিয়ের জানেত্তি আর্জেন্টিনা দাভিদ ভিয়া ফার্নান্দো মরিয়েন্তেস হোয়ান কাপদেভিলা ও গাইজকা মেন্দিয়েতা স্পেন।স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা কার্লেস পুয়োল ও দেশটির হয়ে দুটি বিশ্বকাপ খেলা হোয়াকিন সানচেজও থাকতে পারেন। ৪১ বছর বয়সী হোয়াকিন ২০০৭ সালের পর জাতীয় দলে ডাক না পেলেও ক্লাব ফুটবল এখনো খেলে যাচ্ছেন। এ মৌসুম শেষে পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানাবেন রিয়াল বেতিসের এই উইঙ্গার।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments