Sunday, December 10, 2023
Homeবিনোদনবুবলীর কন্যা সন্তান জন্ম ও বাবা কে তা নিয়ে গুঞ্জন!

বুবলীর কন্যা সন্তান জন্ম ও বাবা কে তা নিয়ে গুঞ্জন!

বুবলীর কন্যা সন্তান জন্ম সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ’ভিনেত্রী ঢাকায় সিনেমায় জায়গা করে নিয়েছেন তার মধ্যে বুবলী অন্যতম। বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন। অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে এটিই ‘টক অব দ্য শোবিজ’।”

শোবিজ সংশ্লিষ্টদের অনেকের সামাজিক-মাধ্যম অ্যাকাউন্টে আকার-ইঙ্গিতে এমন লেখালেখিও করতে দেখা যাচ্ছে। বুবলীর সন্তানের বাবা শাকিব খান বলেই ইঙ্গিত করছেন তারা। মিডিয়া পাড়ায় দীর্ঘ সময় বুবলীর অনুপস্থিতির কারণে মা হওয়ার গুঞ্জন দানা বাধে বহু আগেই। গেল বছরের সেপ্টেম্বরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল ঢাকাই ফিল্মপাড়ায়।

তবে শুরু থেকেই মুখ বন্ধ রেখেছেন শাকিব-বুবলী। সে সময় অবশ্য আড়ালে ছিলেন ‍বুবলী। আ’মেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে ছিলেন এ নায়িকা। ২০২০ সালের নভেম্বরের শেষ দিকে দেশে ফিরেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান শবনম বুবলী। দেশে ফিরে নতুন ফিটনেসে ছবি প্রকাশ করেন বুবলী।

তার চারদিন পর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। কেন আড়ালে ছিলেন? এ প্রশ্নের উত্তরও দেন। তবে তাতেও বিষয়টি পরিস্কার হয়নি। যা রটে তা কিছুটা হলেও বটে। বুবলীর বেলাও নাকি তাই হয়েছে। এমনই আলাপ শোনা যাচ্ছে বিনোদন সংশ্লিষ্টদের আড্ডায়। সিনেমা সংশ্লিষ্টদের অনেকের কাছেই শোনা যাচ্ছে, কন্যা সন্তানের মা হয়েছে বুবলী।

পুরানো আলোচনা নতুন করে উদয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আকারে-ইঙ্গিতে অনেকেই বোঝাতে চেয়েছেন বুবলীর মা হওয়ার সত্যতা। তবে বুবলী যেহেতু প্রকাশ্যে এসেছেন, সময় হলেই এ ব্যাপারে সব পরিষ্কার করবেন তিনি। তার মানে বুবলীর নাট’কের শেষ দৃশ্য এখনও বাকি। এখন অ’পেক্ষা শুধু শেষ দৃশ্য সামনে আসার, অ’পেক্ষা সত্য প্রকাশের।

এদিকে, মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বুবলীর কাছে জানতে চেয়েছিল, সাড়ে ৯ মাস যু’ক্তরাষ্ট্রে কী’ করে কে’টেছে? উত্তরে বিষয়টি ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন বুবলী। আড়ালে থাকার সময়টাতে মা হয়েছেন বলে খবর ছড়ানোর বিষয়ে প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে আমা’র প্রে’ম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে।

আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না–ই বলি….। একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত বিষয় যখন তিনি জানাতে চান না, বারবার জানতে চেষ্টা করাটা বিব্রতকর, অস্বস্তিকর। সন্তান, বিয়ে—একজন মে’য়ের জীবনের সবচেয়ে স্প’র্শকাতর অধ্যায়, তাই এই বিষয়গুলো নিয়ে কথা অ’ত্যন্ত সম্মানের সঙ্গেই বলা উচিত।’ সন্তান হওয়ার গুঞ্জনের সত্যতা জানতে দুদিন ধরে বুবলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। ওদিকে, একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া গেছে শাকিব খানের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারটি।

বুবলীর কন্যা সন্তান জন্ম

Spread the love
amaderdinkal.com
amaderdinkal.comhttps://amaderdinkal.com
ডেস্ক রিপোর্ট
RELATED ARTICLES

Most Popular

Recent Comments