Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaবেঁচে গেল কিশোর চলন্ত ট্রেনের নিচে পড়ে

বেঁচে গেল কিশোর চলন্ত ট্রেনের নিচে পড়ে

বেঁচে গেল কিশোর চলন্ত ট্রেনের নিচে পড়ে |স্থানীয় একটি সূত্র জানায় ওই কিশোর রেললাইন ধরে হাঁটছিল। হঠাৎ রেললাইনে পড়ে যায় সে। তখনই দেখতে পায় একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। ট্রেন খুব কাছাকাছি চলে আসায় সে লাইনের মাঝে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় তার শরীরে আঘাত লাগেনি। ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন উপস্থিত লোকজন।এক কিশোর ব্যাগ মাথার ওপর দিয়ে রেললাইনের মাঝে উপুড় হয়ে শুয়ে আছে। রেললাইনের ওপর দিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। বাইরে থেকে লোকজন ছেলেটিকে একটুও নড়াচড়া না করা এবং মাথা উঁচু না করার পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ ছেলেটির জন্য দোয়া করছিলেন। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে ওই কিশোর।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments