Friday, September 29, 2023
Homeবলিউড চলচ্চিত্রবেবি বাম্প নিয়ে কভার গার্ল হওয়ায় বিতর্ক আনুশকা শর্মা

বেবি বাম্প নিয়ে কভার গার্ল হওয়ায় বিতর্ক আনুশকা শর্মা

১ জানুয়ারি ‘ভোগ’ সাময়িকীর ভারতীয় সংস্করণের প্রচ্ছদকন্যা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সঙ্গে ছিল তাঁর ও বিরাটের অনাগত সন্তান। অর্থাৎ বেবিবাম্প নিয়েই প্রচ্ছদকন্যা (কভার গার্ল) হয়েছেন তিনি। ভোগ ইন্ডিয়ার নতুন বছরের প্রথম সংখ্যার প্রচ্ছদ ছড়িয়েছে মুগ্ধতা, বিস্ময় আর বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচ্ছদের ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘আমার কাছে মাতৃত্ব মানে হলো নিজের শরীরের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলা। এই মুহূর্তটাকে স্থায়ী করে রাখার জন্য ছবিটা ধারণ করলাম।’

আনুশকা শর্মা
আনুশকা শর্মা

আনুশকার এই ছবি বেশির ভাগ ভক্তই গ্রহণ করেছেন সাদরে, ইতিবাচকভাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি। আবার কেউ কেউ ব্যাপারটি দেখছেন ভ্রু কুঁচকে। একজন ভক্ত লিখেছেন, ‘এখন পেট বের করে ছবি তুলছেন। আর বাচ্চা জন্ম হওয়ার পরে বলবেন, আমার সন্তানকে পাপারাজ্জিরা ভালো থাকতে দিল না। অন্তত কিছু কিছু বিষয় একান্তই নিজের কাছে রাখতে হয়। বের করে দেখাতে হয় না। আবার আপনারাই ব্যক্তিজীবন, গোপনীয়তা নিয়ে বড় বড় লেকচার দেন। এভাবে ভালো দেখায় না। কী শুরু করলেন আপনারা! ভারী পেট না দেখালে কি চলছিল না?’

আনুশকা শর্মা
আনুশকা শর্মা

এমনই নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছে আবার আনুশকার ভক্তরাই। সে মন্তব্যগুলো এ রকম। একজন লিখেছেন, ‘আনুশকাকে আপনি ঘৃণা করছেন একটা কারণে। সে ভোগের কভার গার্ল আর আপনি নন। জীবনে কিছু করুন।’
আরেকজন লিখেছেন, ‘আনুশকা, আপনি সাহসী, সুন্দর। মাতৃত্বের সৌন্দর্যকে এতকাল নারীরা উদ্‌যাপন করেনি। এখন থেকে সেটা শুরু হোক।’
একজন ভক্ত লিখেছেন, ‘আপনি একজন ভালো মানুষ, অভিনেত্রী ও দুর্দান্ত প্রযোজক। আশা করছি, মা হিসেবে এর সবগুলোকেই ছাড়িয়ে যাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।’

আনুশকা শর্মা
আনুশকা শর্মা

এদিকে সন্তানকে মিডিয়ার সামনে আনবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন আনুশকা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাবে না বিরাট আর আনুশকার সন্তানকে। ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচিয়ে সন্তানকে একটা স্বাভাবিক জীবন দিতে চান তাঁরা।

এর ছয় মাস আগেও ভোগের প্রচ্ছদকন্যা হয়েছিলেন আনুশকা শর্মা। পাতলা শরীরে ছিল সাঁতারের পোশাক। ভেজা চুল, সমুদ্রের জলে ডোবানো পা। সেবার এই প্রচ্ছদকন্যাকে নিয়ে লেখা ফিচারের শিরোনাম হয়েছিল, ‘বিয়ের ৬ মাসে সংসার ২১ দিন!’ সেখানে আনুশকা জানিয়েছিলেন, বিরাট কোহলির নাকি সংসারে দেওয়ার জন্য কোনো সময় নেই। জানুয়ারি মাসেই জন্ম নেবে এই হাই প্রোফাইল দম্পতির সন্তান। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে সন্তানের জন্য শপিংও করেছেন ভারতীয় অধিনায়ক।

 

Spread the love
amaderdinkal.com
amaderdinkal.comhttps://amaderdinkal.com
ডেস্ক রিপোর্ট
RELATED ARTICLES

Most Popular

Recent Comments