Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshDhakaব্রিটেনের সহযোগিতা চায় বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায়

ব্রিটেনের সহযোগিতা চায় বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায়

ব্রিটেনের সহযোগিতা চায় বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় |বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্রিটেনের সহযোগিতা চায়। তিনি আজ সোমবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। শাহাব উদ্দিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সরকার তার সীমিত সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি বলেন বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ মোতাবেক ১১৩টি কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা ছাড়া জলবায়ু সহিষ্ণুতা কর্মসূচী বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অর্জন করা বাংলাদেশের পক্ষে কঠিন। পরিবেশমন্ত্রী বলেন মোট বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের দশমিক ৪৮ শতাংশের কম নির্গমণ করলেও বাংলাদেশ বিশ্বের ৭ম ঝুঁকিপূর্ণ দেশ।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments