Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshChittagongভয়ংকর ডাকাত চক্রের ৫ জনই আত্মীয় স্বজন

ভয়ংকর ডাকাত চক্রের ৫ জনই আত্মীয় স্বজন

ভয়ংকর ডাকাত চক্রের ৫ জনই আত্মীয় স্বজন |ভয়ংকর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেল মামুন মোহাম্মদ আলী বাদশা ও হাবিব ওরপে রিপন। তারা সকলেই আত্মীয় স্বজন। মামুন ও মোহাম্মদ আলী আপন ভাই। বাদশা তাদের আপন ভগ্নিপতি। রিপন ও রাসেল আপন খালাতো ভাই। তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করেন। সকলেই দুর্ধর্ষ ডাকাতিতে পারদর্শী। শুধু ডাকাতি নয়; নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত তারা। কুমিল্লা চট্টগ্রাম গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার তাদের বিরুদ্ধে রয়েছে ১৩টি মামলা। পুলিশের অভিযানে মাঝে মধ্যে গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকরে কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। বারবার গ্রেফতার ও মুক্তির পর বেরিয়ে এসেই ডাকাতিসহ অপরাধমূলক কর্মে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে।

কুমিল্লার নাঙ্গলকোটে চাঞ্চল্যকর একটি ডাকাতির ঘটনায় দলের একাধিক সদস্য গ্রেফতারের পর পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ডাকাতির এমন চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে।আন্তঃজেলা ৫ ডাকাত সদস্যের মধ্যে রয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের মৃত আছমত আলীর ছেলে মামুন ও মোহাম্মদ আলী একই গ্রামের মৃত জারু মিয়ার ছেলে রাসেল চান্দিনা উপজেলার ইত্যারপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে বাদশা ও নাঙ্গলকোট উপজেলার হাসানপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হাবিব ওরপে রিপন। দেশের বিভিন্ন স্থানে তাদের দলে রয়েছেন আরো অনেক সক্রিয় সদস্য রয়েছেন।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments