Sunday, December 10, 2023
HomeDivision of BangladeshChittagongভারী বর্ষণে জলাবদ্ধতা দুর্ভোগ চট্টগ্রাম নগরীতে

ভারী বর্ষণে জলাবদ্ধতা দুর্ভোগ চট্টগ্রাম নগরীতে

ভারী বর্ষণে জলাবদ্ধতা দুর্ভোগ চট্টগ্রাম নগরীতে |চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে পানি জমে গেছে অনেক নিম্ন এলাকায়। পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দুর্ভোগ। বুধবার সকাল থেকেই কখনো থেমে কখনো ভারী বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়।চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আরও দুইদিন থাকতে পারে। বিকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে সিডিএ দুটি পানি উন্নয়ন বোর্ড একটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এক সঙ্গে চারটি প্রকল্প চলমান থাকলেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments