মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন হেফাজত নেতা | গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা ইয়াহইয়া। তাঁর মৃত্যুতে মহাপরিচালকের পদ শূন্য হওয়ায় আজ দুপুরে বৈঠক বসে মাদ্রাসা পরিচালনা কমিটি। বিকেলে বৈঠকটি শেষ হয়।মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদ্রাসার মাঠে নতুন মহাপরিচালক ও সহকারী পরিচালকের নাম ঘোষণা করেন মাদ্রাসা পরিচালনা কমিটি শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী। তিনি বলেন
দুপুরে বৈঠকের পর গোপন ভোটের মাধ্যমে মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম পদে মুফতি খলিলুর আহমেদ নির্বাচিত হয়েছেন। আর সহকারী পরিচালক নায়েবে মুহতামিম নির্বাচিত হয়েছেন মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শোয়াইব জমিরী। শুরা বৈঠকে সভাপতিত্ব করেন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ মাগরিব মাদ্রাসার মাঠে মাওলানা ইয়াহহিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।