Monday, December 4, 2023
HomeDivision of BangladeshDhakaমানুষের মুখে হাসি ফুটেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে তথ্যমন্ত্রী

মানুষের মুখে হাসি ফুটেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে তথ্যমন্ত্রী

মানুষের মুখে হাসি ফুটেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে তথ্যমন্ত্রী |তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশে গণতন্ত্র ফিরেছে, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের মুখে হাসি ফুটেছে। আজ শনিবার দুপুরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন।

হাছান মাহমুদ বলেন, ‘দেশে এ সরকারের জনপ্রিয়তা আছে কি না, তা দেখার জন্য আমি বিএনপিকে অনুরোধ জানাই আগামী নির্বাচনে আসার জন্য। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে পূর্ণশক্তি নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়ে প্রথমে ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে নির্বাচনী ট্রেনে উঠে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি অনুরোধ করব, আসুন, এবারের নির্বাচনে অংশগ্রহণ করুন।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সমর্থন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর করেছেন। যাঁরা সফরে ছিলেন, তাঁরা দেখতে পেয়েছেন, কীভাবে প্রধানমন্ত্রীকে জাপান সম্মান করেছে। তারা বাংলাদেশকে সহায়তা করার জন্য ৩০ মিলিয়ন ইয়েনের চুক্তি করেছে।

তথ্যমন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অর্থায়ন প্রত্যাখ্যান করেছিল, সেই বিশ্বব্যাংক তাদের ভুল অনুধাবন করেছে। ছুটির দিনে প্রধানমন্ত্রীর জন্য অনুষ্ঠান ডেকেছে। কারণ, শনিবার ছাড়া প্রধানমন্ত্রীর কোনো সময় ছিল না। এদিন শুধু প্রধানমন্ত্রীর জন্য বিশ্বব্যাংক অনুষ্ঠান আয়োজন করেছে। তারা নতুন করে বাংলাদেশে অর্থায়ন করার জন্য প্রস্তাব দিয়েছে।

এ সময় বিএনপি নেতাদের চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেবরা যদি এগুলো শুনতে না পারেন, তাহলে কানের ডাক্তার দেখান। যদি দেখতে না পারেন, তাহলে চোখের ডাক্তার দেখান। আপনাদের যে চিকিৎসক সংগঠন—ড্যাব আছে, তাদের কাছ থেকে চিকিৎসা নিন। তারা না পারলে আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের কাছ থেকে চিকিৎসা নিন।শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ গ্রাম-শহরের মধ্যে ব্যবধান কমে গেছে। এখন গ্রামের ছেলেমেয়ে ও শহরের ছেলেমেয়ের মধ্যে পার্থক্য নেই। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments