Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshDhakaমার্কিন ভিসা নিয়ে তাদের উদ্বেগের কারণ নেই যারা সুষ্ঠু ভোটের পক্ষে

মার্কিন ভিসা নিয়ে তাদের উদ্বেগের কারণ নেই যারা সুষ্ঠু ভোটের পক্ষে

মার্কিন ভিসা নিয়ে তাদের উদ্বেগের কারণ নেই যারা সুষ্ঠু ভোটের পক্ষে |ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকায় এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।নতুন মার্কিন ভিসা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পিটার হাস বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ

ও সুষ্ঠু নির্বাচন চায় যেমনটি প্রত্যেক বাংলাদেশি চান। আর এটা নিয়ে কোনো পক্ষের দ্বিমত নেই। তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসতে পারবেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি থেকেই মার্কিন ভিসা নীতি দেওয়া হয়েছে।দুই দেশের সম্পর্কের পথে চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন আমি চ্যালেঞ্জের চেয়ে ইতিবাচক দিকগুলোতে আলোকপাত করতে চাই। আজকের প্রদর্শনীর দিকে যদি তাকান তাহলে দেখবেন আমাদের ঐতিহাসিক সম্পর্কের দারুণ এক দৃষ্টান্ত এই প্রদর্শনী।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments