মুখোমুখি মোহনবাগান ও কেকেআর লক্ষ্ণৌকে সমর্থন দেওয়া নিয়ে

মুখোমুখি মোহনবাগান ও কেকেআর লক্ষ্ণৌকে সমর্থন দেওয়া নিয়ে |

মুখোমুখি মোহনবাগান ও কেকেআর লক্ষ্ণৌকে সমর্থন দেওয়া নিয়ে |আইপিএলের ম্যাচে কলকাতার ফুটবল ক্লাব মোহনবাগানের সমর্থকদের ইডেন গার্ডেনসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনার অভিযোগে পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়ে গেছে মোহনবাগান ও কলকাতা নাইট রাইডার্স কেকেআর। পরপর দুদিন দুটি দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিবৃতিও দেওয়া হয়েছে।২০ মে ইডেন গার্ডেনসে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের।

সে ম্যাচে লক্ষ্ণৌ নেমেছিল বিশেষ জার্সি পরে। জার্সির রং ছিল মেরুন ও সবুজ যেটি আবার মোহনবাগানের জার্সির রং। এর পেছনে আছে এ দুটি দলের মালিকানার সংযোগ।লক্ষ্ণৌয়ের ফ্র্যাঞ্চাইজির মালিক কলকাতাভিত্তিক ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা। একই সঙ্গে মোহনবাগান ক্লাবেরও অন্যতম বিনিয়োগকারী তিনি। আগামী ১ জুন থেকে কলকাতার অন্যতম পুরোনো এই ক্লাব নতুন নাম ধারণ করে হয়ে যাবে মোহনবাগান জায়ান্টস।

Spread the love