যুক্তরাষ্ট্রকে জানাল সরকার বাংলাদেশ থেকে নকল পণ্য রপ্তানি হয় না |ইউএসটিআর কার্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক ব্রিয়ান লুটি ইউএসটিআরের উপসহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডন এলভিনচ দক্ষিণ এশিয়ায় ইউএসটিআরের পরিচালক মাহনাজ খান রিজিওনাল আইপি অ্যাটাচে জন ক্যাবেকা দক্ষিণ এশিয়ায় সিনিয়র লিগ্যাল আইপি কাউন্সেল শিল্পি ঝা ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের প্যাটেন্ট বিশেষজ্ঞ রাহুল দাস ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইকোনমিক ইউনিটের প্রধান যোসেফ গিবলিন অর্থনৈতিক বাণিজ্য বিশেষজ্ঞ শীলা আহমেদ এবং পলিটিক্যাল ইকোনমিক সামার অ্যাসিস্ট্যান্ট এমা ফেহরম্যান।
যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড পণ্যের একটি সংগঠন ও ফ্রান্সের একটি শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের বিরুদ্ধে নকল পণ্য রপ্তানির অভিযোগ তুলে গত জানুয়ারিতে ইউএসটিআরের কাছে আলাদা দুটি আবেদন জমা দেয়। তাদের অভিযোগ ছিল বাংলাদেশের কিছু কারখানা বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও জুতা নকল করে থাকে।যুক্তরাষ্ট্রের সংগঠনটির নাম আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। সংগঠনটি ইউএসটিআরে আবেদন করেছে গত ৩০ জানুয়ারি। আর ফ্রান্সের সংগঠনটির নাম ইউনিয়ন ডেস ফেব্রিকস (ইউনিফ্যাব)। সেটি ইউএসটিআরে আবেদন করেছে গত ২৬ জানুয়ারি।