যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেসন রয় ইসিবির চুক্তি থেকে বেরিয়ে

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেসন রয় ইসিবির চুক্তি থেকে বেরিয়ে

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেসন রয় ইসিবির চুক্তি থেকে বেরিয়ে |ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবি চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যোগ দিতে যাচ্ছেন জেসন রয়। শিগগির এ ব্যাপারে ঘোষণা আসবে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর। সেখানে লস অ্যাঞ্জেলেস রাইডার্সের সঙ্গে রয় প্রায় ৩ লাখ পাউন্ডে প্রায় ৪ কোটি টাকা দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।এর আগে সারা বছরের জন্য ইংলিশ পেসার জফরা আর্চারকে চুক্তির প্রস্তাব দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান এমনও জানিয়েছিল ডেইলি মেইল। যদিও সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। চোটের কারণে আইপিএল ছেড়ে আগেভাগেই দেশে ফিরে গেছেন আর্চার ছিটকে গেছেন পুরো মৌসুম থেকেই।এউইন মরগানের অধীনে ইংল্যান্ডের সাদা বলের বিপ্লবের অন্যতম বড় নাম ছিলেন ওপেনার রয়। ২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। তবে সর্বশেষ মৌসুমে ফর্মের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে জায়গা হারান তিনি। গত অক্টোবরে ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ইনক্রিমেন্ট চুক্তি’ নামের একটি শ্রেণিতে রাখা হয় তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও ওয়ানডে খেলেছেন রয়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিও করেন।

Spread the love