Friday, September 29, 2023
HomeDivision of Bangladeshযুবকের লাশ উদ্ধার তাড়াশে

যুবকের লাশ উদ্ধার তাড়াশে

যুবকের লাশ উদ্ধার তাড়াশে |সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশ হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেন। নিহত যুবকের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান মহাসড়কের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান নিহতের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি টিম কাজ করছে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments