Tuesday, October 3, 2023
HomeDivision of Bangladeshরজনীকান্ত অমিতাভ ৩২ বছর পর একসঙ্গে

রজনীকান্ত অমিতাভ ৩২ বছর পর একসঙ্গে

রজনীকান্ত অমিতাভ ৩২ বছর পর একসঙ্গে | ১৭০তম ছবিটি করতে চলেছেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত। এ ছবিটি আরও বিশেষ হয়ে উঠবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের আবির্ভাবে। জানা গেছে, এই দুই মেগাস্টার একসঙ্গে এবার বড় পর্দা কাঁপাবেন ক্যারিয়ারের | এর আগে বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে রজনীকান্ত ও অমিতাভকে। তাঁরা একসঙ্গে এসেছেন ‘হম’, ‘অন্ধাকানুন’ ও ‘গ্রেপ্তার’ ছবিতে। ভারতীয় গণমাধ্যম ই–টাইমসের খবর অনুযায়ী |

রজনীকান্তের নাম ঠিক না হওয়া ছবির অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন ‘বিগ বি’।এ ব্যাপারে ছবির নির্মাতারা তাঁর সঙ্গে কথাবার্তা বলছেন। খুব শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। টি জে জ্ঞানবেল পরিচালিত ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে। আর রজনীকান্তকে এক মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments