Monday, December 4, 2023
Homeinternationalরাশিয়ার নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে

রাশিয়ার নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে

রাশিয়ার নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে :

স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্তিনা গ্লাজোভা বলেন, মঙ্গলবার যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটি কামচাতকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে উপকূলীয় শহর পালানাতে যাচ্ছিল। তখন স্থানীয় সময় ২টা ৪০ মিনিট।

পালানা বিমানবন্দর থেকে ৯ কিলোমিটার দূরে থাকতে উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন উড়োজাহাজটির অবতরণের ১০ মিনিট বাকি ছিল।

বিমান চলাচল সংস্থার বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৬ মিনিটে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসাবশেষগুলো বিমানবন্দরের রানওয়ে থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায় পাওয়া গেছে। যদিও এগুলো সাগরে পাওয়া গেছে কি না, তা নিশ্চিত করা হয়নি। উপকূল থেকে ৩ দশমিক ৩ কিলোমিটার দূরে পালানা

 

 

https://www.facebook.com/DainikAmaderDinkal

https://www.facebook.com/groups/dainikamaderdinkal

www.twitter.com/amaderdinkal

 

Spread the love
amaderdinkal.com
amaderdinkal.comhttps://amaderdinkal.com
ডেস্ক রিপোর্ট
RELATED ARTICLES

Most Popular

Recent Comments