Sunday, December 10, 2023
HomeDivision of BangladeshDhakaশিক্ষার্থীরা ফ্যান্টাসি কিংডমে আনন্দে মেতে উঠেছে

শিক্ষার্থীরা ফ্যান্টাসি কিংডমে আনন্দে মেতে উঠেছে

শিক্ষার্থীরা ফ্যান্টাসি কিংডমে আনন্দে মেতে উঠেছে  | জায়গাটা খুব সুন্দর, আয় ছবি তুলি’ বলেই সাবিহা তাবাসসুম ‘আহসান মঞ্জিলের সিঁড়ির’ ওপর গিয়ে বসল। ছুটে গিয়ে তার সঙ্গে বসলে তাইয়েবা সুলতানা, জয়িতা অস্মিতা রায়। মুঠোফোনের ক্যামেরা চালু করে তাদের মায়েরা ‘সীতাকোট বিহারের’ সামনে দাঁড়িয়ে ব্যস্ত হলেন মেয়েদের ছবি তুলতে। কিন্তু পুরান ঢাকার আহসান মঞ্জিলের পাশে দিনাজপুরের সীতাকোট বিহার এল কেমন করে!

কেবল এই দুটি প্রাচীন স্থাপনাই নয়, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের ঐতিহ্য চত্বরে রয়েছে লালবাগ কেল্লা, ষাটগম্বুজ মসজিদ, কান্তজির মন্দির, জাতীয় সংসদ ভবনসহ দেশের আরও অনেক ঐতিহ্যবাহী স্থাপনার অনুকৃতি। পাশেই রক্তিম ফুলে ফুলে ভরে থাকা পলাশগাছ। সেখানেই তাবাসসুমদের মতো ছবি তুলতে ব্যস্ত ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’য় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের অনেকে।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ফ্যান্টাসি কিংডমে ঢাকা বিভাগের কৃতী শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের সংবর্ধনা উৎসব চলছে। এতে অংশ নিচ্ছে প্রায় নয় হাজার শিক্ষার্থী। উৎসব চলবে টানা বিকেল অবদি। কৃতী শিক্ষার্থীরা ছবি তোলা, রাইডে ওঠা, ঘোরাঘুরির আনন্দে মেতে আছে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments