Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaশুক্র গ্রহ বাফার স্টেট ব্রডকাস্ট পদ্ধতি বন্যাসহিষ্ণু উদ্ভিদ সংক্ষেপে জেনে রাখি

শুক্র গ্রহ বাফার স্টেট ব্রডকাস্ট পদ্ধতি বন্যাসহিষ্ণু উদ্ভিদ সংক্ষেপে জেনে রাখি

শুক্র গ্রহ বাফার স্টেট ব্রডকাস্ট পদ্ধতি বন্যাসহিষ্ণু উদ্ভিদ সংক্ষেপে জেনে রাখি |পৃথিবী থেকে ভোরে শুকতারা ও সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা নামে পরিচিত যে তারাটি দেখা যায় সেটি কোনো নক্ষত্র নয় এটি আসলে শুক্র গ্রহ।ভোরে ও সন্ধ্যায় শুক্রগ্রহের ওপর পতিত সূর্যের আলোর কারণে গ্রহটিকে একটি উজ্জ্বল নক্ষত্র বা তারার মতো দেখায়।বাফার স্টেট হচ্ছে এমন সব দেশ যেসব দেশ আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে। বেলজিয়াম জার্মানি ফ্রান্সের মাঝে নেপাল ও ভুটান ভারত চীন এবং মঙ্গোলিয়া চীন রাশিয়ার মাঝে বাফার স্টেটের উদাহরণ |ব্রডকাস্ট হচ্ছে

একমুখী যোগাযোগ পদ্ধতি। অর্থাৎ যখন একজন বা একটি প্রতিষ্ঠান একমুখী পদ্ধতিতে অনেকের সঙ্গে যোগাযোগ করে তখন তাকে ইংরেজিতে ব্রডকাস্ট বলে। যেমন খবরের কাগজ টিভি চ্যানেল স্টেশন রেডিও সম্প্রচার ইত্যাদি।যেসব উদ্ভিদ জলাবদ্ধ অবস্থায় বা ক্রমবর্ধমান পানিতেও বেঁচে থাকতে পারে এবং ফসল দেয় তাদের বন্যাসহিষ্ণু উদ্ভিদ বলে। এ ধরনের উদ্ভিদে অ্যারেনকাইমা টিস্যু থাকে কিংবা কোনো কোনো উদ্ভিদে একধরনের ভাজক কলা থাকে যা বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিভাজিত হয়ে গাছের দৈহিক বৃদ্ধি ঘটায়।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments