Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaসংগীতশিল্পী ইমরান বিয়ে করেছেন

সংগীতশিল্পী ইমরান বিয়ে করেছেন

সংগীতশিল্পী ইমরান বিয়ে করেছেন |বিয়ে করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এ বিষয়টি তিনি নিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।বিয়ের খবর জানিয়ে ইমরান লেখেন আলহামদুলিল্লাহ বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে ২৪ মে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এ বিয়ের আয়োজন।  তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন।ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে দেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments