Sunday, December 10, 2023
HomeDivision of BangladeshDhakaসরকার আর কত ভর্তুকি দেবে ভারত-ভিয়েতনাম কোথাও নেই জ্বালানি প্রতিমন্ত্রীর প্রশ্ন?

সরকার আর কত ভর্তুকি দেবে ভারত-ভিয়েতনাম কোথাও নেই জ্বালানি প্রতিমন্ত্রীর প্রশ্ন?

সরকার আর কত ভর্তুকি দেবে ভারত-ভিয়েতনাম কোথাও নেই জ্বালানি প্রতিমন্ত্রীর প্রশ্ন ?জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ডিসিসিআই সভাকক্ষে আয়োজিত সংলাপে বক্তব্য দেন।জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে হলে এর দামও ওই রকম হতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সবাইকে এখন জ্বালানির দক্ষ ব্যবহারে জোর দিতে হবে। দাম কমানো নয়, দক্ষ ব্যবহারই শিল্পের খরচ সাশ্রয় করতে পারে। ভারত, ভিয়েতনাম কোথাও জ্বালানি পণ্যে ভর্তুকি নেই। বিনিয়োগ, কর্মসংস্থানের কথা ভেবে সরকার দিচ্ছে। কিন্তু সরকার আর কত দিন ভর্তুকি দেবে?

‘অনুমেয় ভবিষ্যতের পথে জ্বালানি কৌশল’ শিরোনামে আয়োজিত সংলাপে ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আজ শনিবার নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে। এতে মূল নিবন্ধ উপস্থাপনের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকির সুবিধা পাচ্ছেন তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা। এটা হতে পারে না। বিদেশি ক্রেতাদের জন্য সস্তা বাজার তৈরির এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তাঁদের কাছে বেশি দামে পণ্য বিক্রি করতে নিজেদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। ধীরে ধীরে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে জ্বালানির দাম সমন্বয় করা হবে। এ জন্য নীতিমালা তৈরি হচ্ছে।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments