Tuesday, October 3, 2023
HomeDivision of Bangladeshসরকার সবসময় কাজ করছে সাংবাদিকদের কল্যাণে

সরকার সবসময় কাজ করছে সাংবাদিকদের কল্যাণে

সরকার সবসময় কাজ করছে সাংবাদিকদের কল্যাণে |গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। সাংবাদিকদের কল্যাণে সবসময় কাজ করছে এই সরকার। তিনি আরও বলেছেন অসহায় ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাংবাদিক ও তাদের পরিবারের আর্থিক সহায়তার জন্য গঠিত সাংবাদিক কল্যান ট্রাষ্ট ভূমিকা রাখছে। এটি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার একটি অংশ।ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী গঠিত সাংবাদিক কল্যান ট্রাস্টের তহবিল থেকে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা বিএফইউজে বাংরাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশাররফ হোসেন যুগ্মমহসচিব ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহিদুল আলম খসরু ও আবু সালেহ মো. মুসা সাংবাদিক ইউনিয়নের মীর গোলাম মোস্তফা প্রমুখ। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৫৪ জন সাংবাদিকের হাতে প্রণোদনার দশ হাজার টাকার চেক তুলে দেন।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments