সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক ৪ ঘণ্টা পর |মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি ও ইঞ্জিন উদ্ধারকাজের জন্য প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।আজ সকাল ৮টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি ও ইঞ্জিন স্টেশনে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করে রেলওয়ের উদ্ধারকারী দল। কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন বগি ও ইঞ্জিন লাইনে তুলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এ কাজের জন্য সকাল থেকে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ের কুলাউড়া সেকশনের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তৌফিকুল আজিম প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত হওয়া দুটি বগি ও ইঞ্জিন লাইনে তুলে নিয়ে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে ভানুগাছ স্টেশনে আটকে পড়া কালনী এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
গতকাল শনিবার ভোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেললাইন থেকে উঠিয়ে পাশে রাখা হয়।। এতে প্রায় ১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছিল।লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঝড়ে রেললাইনের ওপরে পড়া সাড়ে পাঁচ ফুট চওড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে গতকাল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন উল্টে যায়। তবে এতে হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।