Friday, September 29, 2023
HomeDivision of BangladeshDhakaস্বর্ণালংকার ছিনতাইয়ে সাভারে সময় কেটে গেল নারীর কান

স্বর্ণালংকার ছিনতাইয়ে সাভারে সময় কেটে গেল নারীর কান

স্বর্ণালংকার ছিনতাইয়ে সাভারে সময় কেটে গেল নারীর কান | ঢাকার সাভারে এক নারীর কান ছিড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় ধর্ষণ মামলার আসামি রতনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন। এর আগে গতকাল সোমবার রাতে সাভারের সিটি সেন্টারের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।গণধোলাইয়ের শিকার ছিনতাইকারী রতন মানিকগঞ্জ জেলার লালমিয়ার ছেলে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ ও সাভারে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সাভার সিটি সেন্টার, বাসস্ট্যান্ডসহ বাসের যাত্রীদের প্রায়ই স্বর্ণালংকার ছিনতাই করে একটি চক্র। এক নারীর কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় রতন নামের এক ছিনতাইকারী। এসময় ভুক্তভোগী নারীর কান ছিড়ে গেলে তিনি চিৎকার করতে থাকেন। স্থানীয়রা রতনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, রতন নামের একজন ছিনতাইকারীকে গণধোলাই দেয়। এসময় ওই ছিনতাইকারী আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments