Friday, September 29, 2023
HomeDivision of Bangladesh১০০ পদে নেই আবেদন ফি বাংলাদেশ ব্যাংকে এডি পদে নতুন বিজ্ঞপ্তি

১০০ পদে নেই আবেদন ফি বাংলাদেশ ব্যাংকে এডি পদে নতুন বিজ্ঞপ্তি

১০০ পদে নেই আবেদন ফি বাংলাদেশ ব্যাংকে এডি পদে নতুন বিজ্ঞপ্তি |ব্যাংক খাতের আকর্ষণীয় চাকরি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এডি পদ। বিসিএসের মতোই এই পদ চাকরিপ্রার্থীদের কাছে স্বপ্নের। সহকারী পরিচালক পদে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে এডি পদে আগের ব্যাচের চূড়ান্ত ফল প্রকাশের পরপরই নতুন আরেকটি বিজ্ঞপ্তি দিল বাংলাদেশ ব্যাংক।বিজ্ঞপ্তি অনুসারে এবার ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে। তবে পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগামী ৫ জুন থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ৬ জুলাই।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments